ওহে পরাণ গিরিধর।
কেমনে দেখিব তোমার মুখসুধাকর।।
ওহে রসশেখর রায়।
কেমনে পাইব তোমা কহ সে উপায়।।
ওহে নবজলধরশ্যাম।
আর কি দেখিব তোমার ত্রিভঙ্গিম ঠাম।।
আর কি আমারে তুমি দিবে দরশন।
আর কি দেখিব তোমার ও রাঙ্গা চরণ।।
আর কি মালতীমালা গাঁথি দিব গলে।
আর কি অধরে দিব কর্পূর তাম্বূলে।।
মরিব মরিব বন্ধু নিচয়ে মরিব।
তোমার বিচ্ছেদ আর সহিতে নারিব।।
ছটফট করিয়া বাহির হয় প্রাণ।
এ রাধাবল্লভ দাস ভেল সমাধান।।