হের দে কালারে নয়ন ভরিয়া রূপ দেখি। ধু
বন্ধুর বন্ধন দুঃখীর কাঞ্চন নির্ধনিয়ার ধন তুমি।
মধুর বচন বুলি জগত করিছ বন্দী নিঠুর হইয়া কেনে থাক।
মায়ার জঞ্জাল ছাড়ি রৈয়াছি আনন্দ করি কিসের লাগিয়া তুমি কান্দ।
কহে রেয়াছক এহি স্বপনে ভুলাও আসি তোমারে না দেখি আমি মরি।