কান্দে ব্রজেশ্বরী উচ্চ স্বর করি
কোথা রে গোকুলচন্দ।
ভুলি কারে বোলে ঝাঁপ দিয়া জলে
ভুজগে হইলা বন্ধ।।
অপুত্রক হৈয়া মন্দির লইয়া
আছিলুঁ পরম সুখে।
পুত্র হইয়া তুমি জঠরে জনমি
শেল দিয়া গেলে বুকে।।
নিদারুণ বিধি এ বাদ সাধিলা
বিচারিলা অদভুত।
কি দোষ পাইয়া লইলা কাড়িয়া
আমার সোনার সুত।।
শিরে কর হানে বিষজল পানে
সঘনে ধাইয়া যায়।
দুবাহু পসারি বলরাম ধরি
প্রবোধ করয়ে তায়।।
নন্দঘোষ কান্দে থির নাহি বান্ধে
ভূমে পড়ি মুরছায়।
গোপগণ তাহা হেরিয়া কান্দয়ে
মাধব প্রবোধে তায়।।