কালা কলেবর কাম-কুসুম-শর
হানিয়াছে মরম-সন্ধানে।
কিবা মোহনী দিয়া কিরূপে বান্ধল হিয়া
সেই হৈতে আন না লয় মনে।।
কিবা সে চূড়ায় ছাঁদ উপরে উদিত চাঁদ
একই কালে কত চাঁদ সাজে।
দিঠি মোর পরশিতে ও হাসি অলখিতে
শেল রহল হিয়া মাঝে।।
ঘরে মোর গুরুজন সদা বলে কুবচন
আর দুখ না যায় সহনে।
দো-কুলে কলঙ্ক হয় আর কত প্রাণে সয়
মরিব এহি সে অনুমানে।।
নরোত্তম দাসের বাণী শুন ভানু-নন্দিনী
তাহে তুমি না ভাবিহ আন।
প্রেমের পসরা লৈয়া কালা কানু ভেট গিয়া
পুরব মনোরথ-কাম।।