অদ্বৈতের ভবনে সকল ভক্তগণে মহাসুখে করিলা ভোজন। ভোজন করিয়া সভে আচমন কৈল তবে সভাকার আনন্দিত মন।। মুকুন্দেরে আজ্ঞা দিল কীর্তন আরম্ভ কৈল চর্তুদিকে বলে হরিবোল। আসি শান্তিপুর-রাজে নাচে সংকীর্তন মাঝে আজু বড় আনন্দ হিল্লোল।। জয় হরিবোল বলি নাচে সভে বাহু তুলি অদ্বৈত নাচেন নিজ রঙ্গে। মুকুন্দ করেন গান নরহরি ধরে তান নিতাই বাউল তার সঙ্গে।। […]
keyboard_arrow_right