অধমেরে দয়া কর আচার্য্য ঠাকুর।
যে আনিলা প্রেমধন করুণা প্রচুর।।
করুণার সিন্ধু মোর বৈষ্ণব ঠাকুর।
চরণের সুধা কিরণ বচন মধুর।।
কে আছে রসিক জন রব কার সনে।
কেন নাই গেল প্রাণ শ্রীনিবাস সনে।।
ভক্তি রস গ্রন্থ সব রহিল পড়িয়ে।
রাধাকৃষ্ণ বলি কেবা উঠিব কান্দিয়ে।।
কর্ণামৃত গ্রন্থ আর শ্রীগীতগোবিন্দ।
আর কার মুখেতে শুনিব দিন রাত্র।।
লোকনাথ প্রভু মোরে যারে সঁপি দিলা।
হেন প্রভু শ্রীনিবাস কোথাকারে গেলা।।
না দেখিয়া শ্রীনিবাস বিদরিছে হিয়া।
নরোত্তম দাস কান্দে দূরে ফুকরিয়া।।