• আলো মুঞি কেন গেলুঁ যমুনার জলে
    আলো মুঞি কেন গেলুঁ যমুনার জলে। ছলিয়া নাগর চিত হরি নিল ছলে।। রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল। যৌবনের বনে মন হারাইয়া গেল।। ঘরে যাইতে পথ মোর হৈল অফুরান। অন্তরে বিদরে হিয়া কিবা করে প্রাণ।। চন্দনচান্দের মাঝে মৃগমদ ধান্ধা। তার মাঝে পরাণপুতলী রৈল বান্ধা।। কটি পীতবসন রসনা তাহে জড়া। বিধি নিরমিল কুলকলঙ্কের কোঁড়া।। জাতি কুল শীল […] keyboard_arrow_right
  • এ কথা পরোক্ষে যখন শুনল
    এ কথা পরোক্ষে যখন শুনল শ্রবণে পশিল আসি। নন্দের নন্দন পাইল বেদন শ্রীবুকে ঠেকিল বাঁশী।। চাঁদ-মুখ মহী- তলে নিরখিয়া ভাবিতে লাগিল মনে। কেমনে কহিব নন্দের বিদায় চাহি হলধর পানে।। অনেক করিল বিলাস বৈভব ধন্য সে যশোদা মাই। যার এক কলা গৃহের কথন খুজিয়া পাইতে নাই।। কত কত আছে এ মহীমণ্ডলে আছে অনেকের মাতা। এমন না […] keyboard_arrow_right
  • এ কথা পরোক্ষে যখন শুনল
    এ কথা পরোক্ষে যখন শুনল শ্রবণে পশিল আসি। নন্দের নন্দন পাইল বেদন শ্রীবুকে ঠেকিল বাঁশী।। চাঁদ-মুখ মহী- তলে নিরখিয়া ভাবিতে লাগিল মনে। ‘কেমনে কহিব নন্দের বিদায়’– চাহি হলধর পানে।। “অনেক করিল বিলাস বৈভব ধন্য সে যশোদা মাই। যার এক কলা গৃহের কথন খুঁজিয়া পাইতে নাই।। কত কত আছে এ মহীমণ্ডলে আছে অনেকের মাতা। এমন না […] keyboard_arrow_right
  • কিনা রূপ কিবা বেশ ভাবিতে পাঁজর শেষ
    কিনা রূপ কিবা বেশ ভাবিতে পাঁজর শেষ পাপ-চিতে পাসরিতে নারি। কিবা যশ অপযশ কিবা মোর গৃহ বাস এক-তিল না দেখিলে মরি।। সই কতদিনে পুরিবেক সাধ। সাধিমু সকল সিধি পরসন্ন হবে বিধি তার সনে হবে পরিবাদ।। কুল ছাড়ে কুলবতী সতী ছাড়ে নিজ পতি সে যদি নয়ান-কোণে চায়। জাতি কুল জীবন এ রূপ যৌবন নিছিয়া পেলিলুঁ তার […] keyboard_arrow_right
  • দেখিয়া যমুনা নদীর তরঙ্গ
    দেখিয়া যমুনা নদীর তরঙ্গ উঠিছে দারুণ ফেনা। দেখিয়া নাগরী সকল গোয়ালী লাগিল বিস্ময়পনা।। কেমনে এ নদী যমুনা পেরাব মোর মনে হেন লয়। তরঙ্গ অপার বহিছে দুধার হইছে সবার ভয়।। কোন গোপীবলে কোন গোয়ালিনী “এ বড়ি বিষম দেখি। ইহার উপায় কি বুদ্ধি করিব বলহ সকল সখি।। কোন বা সাহসে যদি জালে নামি ডুবিয়া মরিব তবে উপায় […] keyboard_arrow_right
  • দেখিয়া যমুনা-নদীর তরঙ্গ
    দেখিয়া যমুনা- নদীর তরঙ্গ উঠিছে দারুণ ফেনা । দেখিয়া নাগরী সকল গোয়ালী লাগিল বিস্ময়পনা।। “কেমনে এ নদী যমুনা পেরাব মোর মনে হেন লয়।” তরঙ্গ অপার বহিছে দুধার হইছে সবার ভয়।। কোন গোপী বলে, কোন গোয়ালিনী,– “এ বড়ি বিষম দেখি। ইহার উপায় কি বুদ্ধি করিব বলহ সকল সখি।। কোন বা সাহসে যদি জলে নামি ডুবিয়া মরিব […] keyboard_arrow_right
  • প্রাণনাথ একবার চাহিয়া কহ কথা
    প্রাণনাথ, একবার চাহিয়া কহ কথা। সে সুখ পাসর এবে তুঁহু মধুপুর যাবে রমণী মরমে দিয়া ব্যথা।। এমন করিবে তুমি স্বপনে নাহিক জানি তবে কি করিথু নব লেহা। তাপেতে তাপিনী যত তাহা না কহিব কত কুবচনে ভাজা এই দেহা।। অনেক কহিলে বাণী শুন ওহে যদুমণি সকল গোচর রাঙ্গা পায়। এবে নিদারুণ কেনে বধিয়া রমণীগণে কি সুখে […] keyboard_arrow_right
  • প্রাণনাথ বঁধুয়া আদরে
    প্রাণনাথ বঁধুয়া আদরে। কেবা ইহা কহিবারে পারে।। মরিব গরল বিষ খেয়ে। কাজ নাই এ তনু রাখিয়ে।। এত যদি ছিল তোর মনে। তবে প্রেম বাঢ়াইলা কেনে।। একে মরি গৃহ-পরিবাদে। শাশুড়ী ননদী কৈল আধে।। তাহে ভেল তোমার বিরহে। কতেক সহয়ে তার দেহে।। রাধা বলি কে আর ডাকিব। শুনি ধ্বনি সে সুখ পাইব।। বিধি বড়ি নিকরুণ ভেলি। মহাদুখ-সায়রে […] keyboard_arrow_right
  • প্রাণনাথ, একবার চাহিয়া কহ কথা
    “প্রাণনাথ, একবার চাহিয়া কহ কথা। সে সুখ পাসরে এবে তুঁহু মধুপুর যাবে রমণী মরমে দিয়া ব্যথা।। এমন করিবে তুমি স্বপনে নাহিক জানি তবে কি করিথু নব লেহা। তাপেতে তাপিনী যত তাহা না কহিব কত কুবচনে ভাজা এই দেহা।। অনেক কহিলে বাণী শুন ওহে যদুমণি, সকল গোচর রাঙ্গা পায়। এবে নিদারুণ কেনে বধিয়া রমণীগণে কি সুখে […] keyboard_arrow_right
  • প্রাণনাথ, বঁধুয়া আদরে
    ‘প্রাণনাথ, বঁধুয়া’ আদরে। কেবা ইহা কহিবারে পারে।। মরিব গরল-বিষ খেয়ে। কাজ নাই এ তনু রাখিয়ে।। এত দিন ছিল তোর মনে। তবে প্রেম বাঢ়াইলা কেনে।। এবে মরি গৃহ- পরিবাদে। শাশুড়ী ননদী কৈল আধে।। তাহে ভেল তোমার বিরহে। কতেক সহয়ে আর দেহে।। রাধা বলি কে আর ডাকিব। শুনি ধ্বনি সে সুখ পাইব ।। বিধি বড়ি নিকরুণ ভেলি। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ