প্রাণনাথ বঁধুয়া আদরে।
কেবা ইহা কহিবারে পারে।।
মরিব গরল বিষ খেয়ে।
কাজ নাই এ তনু রাখিয়ে।।
এত যদি ছিল তোর মনে।
তবে প্রেম বাঢ়াইলা কেনে।।
একে মরি গৃহ-পরিবাদে।
শাশুড়ী ননদী কৈল আধে।।
তাহে ভেল তোমার বিরহে।
কতেক সহয়ে তার দেহে।।
রাধা বলি কে আর ডাকিব।
শুনি ধ্বনি সে সুখ পাইব।।
বিধি বড়ি নিকরুণ ভেলি।
মহাদুখ-সায়রে পসারি।।
নিকরুণ নহ ত মাধাই।
শরণ পশিয়াছিল রাই।।
দীন হীন চণ্ডীদাস গায়।
কান্দে পঁহু ধরণে না যায়।।