• আর বা কেমনে ঘরে যাব মেনে
    “আর বা কেমনে ঘরে যাব মেনে ধেনু হারাইয়া বনে। সেই ঘোষ নন্দ বলে কত মন্দ মোরে পরতীত জানে।। ধেনু না পাইলে গৃহে না যাইব শুনহ রাখাল ভাই। নহে এই বনে রহিল যতনে শুন হলধর ভাই।। অতি বড় স্নেহ যশোদ মায়ের পরাণ পুতলি গাই। তাহার কারণে এ পঞ্চ ব্যঞ্জন রাখি যশোমতী মাই।। আগে দুই গাই গেলে […] keyboard_arrow_right
  • কহিতে লাগিল তবে রাজা পরীক্ষিত
    কহিতে লাগিল তবে রাজা পরীক্ষিত। “কহ কহ মুনিবর, আকর্ষিল চিত। প্রেমরস কথা শুনি অমৃতের ধারা। কোন্‌ প্রয়োজন উক্তি কহ মুনি সারা।।” “ব্রহ্মবৈবর্ত্তের কথা নৈমিষারণ্যেতে। গরুড়পুরাণ কথা শুনিলে তুরিতে।। ষাটি সহস্র মুনি শুনি কহে খগরাজ। অষ্টাদশ পুরাণ কথা দেখি পাখ-মাঝ।। বিস্মিত হইলা ব্যাস দেখি পক্ষরাজ। অষ্টাদশ পুরাণ লেখা পাখের সমাজ।। গরুড় পুরাণ কথা আর বৈবর্ত্ত। বিষ্ণুপুরাণ […] keyboard_arrow_right
  • কহে দেবগণ সরল বচন
    কহে দেবগণ সরল বচন “শুন ত্রিলোচন তুমি। তুমি না রাখহ পিরিতি-বৈভব যে পদ জপএ ফণি।। হেনক পিরিতি অনেক যতনে পায়ল সায়র-জলে । হারাধন পাঞা সুখী ভেল মন কহিব ইহার ছলে।।” হর হরষিত পাইয়া পিরিতি আনন্দে নাচত রঙ্গে। ডম্বুর বাজাএ ঘন সিঙ্গা বায়ে দেবগণ নাচে সঙ্গে।। “আজু শুভদিন দিনহি ভেঠল এহেন পিরিতি রিত । কোথা না […] keyboard_arrow_right
  • কেহ কেহ গোপী যমুনার নীর
    কেহ কেহ গোপী যমুনার নীর তুলল পঙ্কজ ফুল। কোন গোপী তুলে নানা সে কুসুম সুষম মৃণাল ফুল।। কোন গোপী তুলে চাঁপা নাগেশ্বর মল্লিকা মাধবী লতা। কানড়া কুসুম ধাতকী সুষম তুলল ঝামরু পাতা।। কুন্দ করবী আমলি সুন্দর চম্পক কেতকী বেলি। কিবা মনোহর তুলল গোলাপ তাহে সুন্দর চামেলী।। নানা জাতি ফুল তুলল সুন্দর নাগরী গোপের রামা। কেহ […] keyboard_arrow_right
  • কেহ কেহ গোপী যমুনার নীরে
    কেহ কেহ গোপী যমুনার নীরে তুলল পঙ্কজকুল। কোন গোপী তুলে নানা সে কুসুম সুষম মৃণাল ফুল।। কোন গোপী তুলে চাঁপা নাগেশ্বর মল্লিকা মাধবী লতা। কানড়া কুসুম ধাতকী সুষম তুলল ঝামরু পাতা।। কুন্দ করবী আমলি সু্দর চম্পক কেতকী বেলি। কিবা মনোহর তুলল গোলাপ তাহে সুন্দর চামেলী ।। নানা জাতি ফুল তুলল সুন্দর নাগরী গোপের রামা। কেহ […] keyboard_arrow_right
  • কোথা গেলে কালা চান্দের দেখা পাইব
    কোথা গেলে কালা চান্দের দেখা পাইব । না দেখিলে দিব চরণে প্রাণে মরিব।। ওরে আমি কুল-কামিনী। কালা চান্দের ভাবে হৈলাম তাপের তাপিনী।। অবিরত দহে তনু মদন ভাবে আমি নারী ছিলাম অবলা, মোরে অপরাধিনী করি গেল চিকন কালা। আরে যোগিনীর বেশে আমি নগর ভ্রমিব।। বুঝি সে বর নাগর, কুবুজার প্রেমের ভাব মথুরা নগর। কৃষ্ণ নামটি প্রভাবেতে […] keyboard_arrow_right
  • গুণী না কহ কানুর কথা
    গুণী, না কহ কানুর কথা। শুনিতে মরমে সেইখানে হানে উঠত দারুণ ব্যথা।। মনের আগুন বাড়ল দ্বিগুণ নিভাইতে যদি সাধ। যে জানে বেদনা মরমে পশিনু তনুখানি হল আধ।। এ বড়ি বিষম বাঁশীটি বিদ্ধল বুকে বাজি পিঠে পার। টানিলে যতনে বাহির না হয় এ দুখে জীব কি আর।। দারুণ শেল যে নহে নিবারণ আর সে বিরহ-আগি। এ […] keyboard_arrow_right
  • গুণী, না কহ কানুর কথা
    “গুণী, না কহ কানুর কথা। শুনিতে মরমে সেইখানে হানে উঠত দারুণ ব্যথা।। মনের আগুণ বাঢ়ল দ্বিগুণ নিভাইতে যদি সাধ। যে জানে বেদনা মরমে পশিনু তনুখানি হল আধ।। এ বড়ি বিষম বাঁশীটী বেঁধল বুকে বাজি পীঠে পার। টানিলে যতনে বাহির না হয় এ দুখে জীব কি আর।। দারুণ শেল যে নহে নিবারণ আর সে বিরহ-আগি। এ […] keyboard_arrow_right
  • টল টল টল অতি নিরমল
    টল টল টল অতি নিরমল শরৎ পূর্ণিমার শশী। নটবর কানু মুরলী বদনে সদনে কুটীরে বসি।। কলরব করু যত পাখিগণ ময়ূর ময়ূরী নাদে। ভ্রমর ভ্রমরী ঝঙ্করু শবদে ডাহক ডাকিছে সাধে।। মদন বেদন নন্দের নন্দন করিতে রাসের লীলা। নিভৃতে বসিয়া নাগর রসিয়া কামেতে হইয়া ভোলা।। বদনে ভূষণ মুরলী সদন বাজয়ে কতেক তান। সঙ্কেত নিশান বাজে আন তান […] keyboard_arrow_right
  • তরু মূলে ললিত ত্রিভঙ্গ তমাল তনু
    তরু মূলে ললিত ত্রিভঙ্গ তমাল তনু বামে বিরাজিত রাই। দুহুঁ এক তনু মন নিবিড় আলিঙ্গন কাঞ্চনে রতন মিশাই।। মলয়জ মিলিত যমুনা-জল সুশীতল বংশী-বট নিরমাণ। নিকটহি নীপ সবহুঁ তরু কুসুমিত কোকিল ভ্রমর করু গান।। একে নব জলধর কোরে বিজুরি থির সুন্দর বিহি নিরমাণ। কহে বসু রামানন্দ হেরি মনমথ ধন্দ আবেশে পুরল পাঁচবাণ।। keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ