• বৃষভানুপরে আজু আনন্দ বাধাই
    বৃষভানুপরে আজু আনন্দ বাধাই। রত্নভানু সুভানু নাচয়ে তিন ভাই।। দধি ঘৃত নবনীত গোরস হলদি। আনন্দে অঙ্গনে ঢালে নাহিক অবধি।। গোপ গোপী নাচে গায় যায় গড়াগড়ি। মুখরা নাচয়ে বুড়ী হাতে লৈয়া নড়ি।। বৃষভানু রাজা নাচে অন্তর-উল্লাসে। আনন্দ বাধাই গীত গায় চারি পাশে।। লক্ষ লক্ষ গাবী বৎস অলঙ্কৃত করি। ব্রাহ্মণে করয়ে দান আপনা পাসরি।। গায়ক নর্ত্তক ভাট […] keyboard_arrow_right
  • স্বর্গে দুন্দুভি বাজে নাচে দেবগণ
    স্বর্গে দুন্দুভি বাজে নাচে দেবগণ। হরি হরি হরি ধ্বনি ভরিল ভুবন।। ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ।। নন্দের মন্দিরে গোয়ালা আইল ধাইঞা। হাতে লড়ি কান্ধে ভার নাচে থৈয়া থৈয়া।। দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া নাচে রে নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া।। আনন্দ হইল বড় আনন্দ হইল। এ দাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ