• দেখ দেখ হে প্রাণের সই
    দেখ দেখ হে প্রাণের সই ! শ্যাম চিকনিয়া বৃন্দাবনে।। ধু বৃন্দাবনে রস-রঙ্গে রহিয়াছে হরি। তান হেতু ষোলশ গোপিনী দহি মরি।। না দেখি কমল-পদ না শুনি মুরলী। চল চন্দ্রমুখ দেখি সকল কুমারী।। গুরুকৃপা আলি রাজা রচিল পয়ার। হরি বিনু গোপীর যৌবন অন্ধকার।। keyboard_arrow_right
  • পুতনা মরিল সুনি কংসাসুর
    পুতনা মরিল সুনি কংসাসুর চিন্তিত হইঞা আছে। তার পরে সুনে সকট-ভঞ্জন আসি দূত কহে কাছে।। “কি হল্য কি হল্য” বলে কংসরায়– “দেখি পরমাদ এহ। বিস্বম্ভর হয়্যা মানুষের গর্ভে জনম লভিল দেহ।।” দেবতার বানি না হএ অন্যথা সে সব ফলিতে চাহে। পাত্রমিত্রগণ ডাক দিয়া আনি সব বেবরণ কহে। চানুর মুষ্টিক আর যত বীর এ বন্ধু-বান্ধব জত। […] keyboard_arrow_right
  • যশোদা বলেন–শুনগো রোহিণি
    যশোদা বলেন– “শুনগো রোহিণি, আর কি দাঁড়ায়ে দেখ। কৃষ্ণ বলরাম ছাড়িয়ে চলিল আর কি পরাণ রাখ।। অনেক যতনে পাইয়া রতনে বিধি দিয়াছিল মোরে। পুন হরি নিল কোন্‌ অপরাধে আমার করম-ফলে।। দেব আরাধিয়া যখন পূজিল যবে দিয়াছিল বর। গৌরীর দুয়ারে অপরাধ-ফলে না পূজিলা তাতে হর।। সেই দোষে রোষ দেবের হইল তাহাতে এ দশা ভেল। কোলের বালক […] keyboard_arrow_right
  • যশোদা বলেন শুন গো রোহিণি
    যশোদা বলেন শুন গো রোহিণি আর কি দাঁড়ায়ে দেখ। কৃষ্ণ বলরাম ছাড়িয়ে চলিল আর কি পরাণ রাখ।। অনেক যতনে পাইয়া রতনে বিধি দিয়াছিল মোরে। পুন হরি নিল কোন্‌ অপরাধে আমার করমফলে।। দেব আরাধিয়া যখন পূজিল যবে দিয়াছিল বর। গৌরীর দুয়ারে অপরাধ ফলে না পূজিলা তাতে হয়।। সেই দোষে রোষ দেবের হইল তাহাতে এ দশা ভেল। […] keyboard_arrow_right
  • রাণি, তুমার ভাগ্যের নাহি সীমা।
    “রাণি, তুমার ভাগ্যের নাহি সীমা। এমত ছায়াল আসি তব গৃহে পরকাশি দিতে নাহি জাহা[ র উপমা] ।। * * মানুস নহে জানিবে সে সুহৃদয়ে দেবের দেবতা এই জনা। গোলোক-বৈভব তেজি গোপের কুলেতে * * * নিয়া দেহ সনা।। দেখিল সকল চিহ্ন দেখি চিহ্ন ভিন্ন ভিন্ন সকল লক্ষণ দেব-শক্তি । * * * * * * […] keyboard_arrow_right
  • রাধামাধব সহচরি সাথ
    রাধামাধব সহচরি সাথ। কত কত উপজয়ে রসময় বাত।। না জানিয়ে প্রেম কলহ কিয়ে ভেল। নিজ প্রতিবিম্ব ভানে দুহুঁ গেল।। চীত পুতলি সম সহচরি থারি। কি কহব বচন কহই নাহি পারি।। দুহুঁ জন ভেল অকারণ মান। এক দিশে সুন্দরি আর দিশে কান।। বন মাহা দুহুঁ পরবেশল যাই। এক তরুর মূলে বৈঠলি রাই।। একলি রোয়ত অবনত শীর। […] keyboard_arrow_right
  • শ্যামর অঙ্গে অনঙ্গ তরঙ্গিম
    শ্যামর অঙ্গে অনঙ্গ তরঙ্গিম ললিত-ত্রিভঙ্গিম-ধারী। ভাঙ-বিভঙ্গিম রঙ্গিম চাহনি বঙ্গিম ভঙ্গি নেহারি।। রসবতি সঙ্গে রসিকবর রায়। অপরূপ রাস-বিলাস কলারসে কত মনমথ মূরছায়।। কুসুমিত কেলি- কদম্ব-কদম্বক সুরচিত শীতল ছায়। বান্ধুলিবন্ধু মধুর অধরে ধরি মোহন মুরলি বাজায়।। কামিনি-কোটি- নয়ন-নিল-উতপল- পরিপূজিত মুখ-চন্দ। গোবিন্দদাস কহ ও পুনি রূপ নহ জগ-মানস-শশ-ফন্দ।। keyboard_arrow_right
  • সখীগণ মেলি করল পয়ান
    সখীগণ মেলি করল পয়ান। কৌতুকে কেলি কুণ্ড-অবগান।। জলমাহা পৈঠল সখীগণ মেলি। দুহুজন সমর কয়ল জলকেলি।। বিথরল কুন্তল জর জর অঙ্গ। গহন সমরে দিল নাগর ভঙ্গ।। সখীগণ বেঢ়ল নাগরচন্দ। গোবিন্দদাস হেরি রহু ধন্দ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ