রাধামাধব সহচরি সাথ।
কত কত উপজয়ে রসময় বাত।।
না জানিয়ে প্রেম কলহ কিয়ে ভেল।
নিজ প্রতিবিম্ব ভানে দুহুঁ গেল।।
চীত পুতলি সম সহচরি থারি।
কি কহব বচন কহই নাহি পারি।।
দুহুঁ জন ভেল অকারণ মান।
এক দিশে সুন্দরি আর দিশে কান।।
বন মাহা দুহুঁ পরবেশল যাই।
এক তরুর মূলে বৈঠলি রাই।।
একলি রোয়ত অবনত শীর।
ঝর ঝর নয়নে গলয়ে ঘন নীর।।
ভ্রমি ভ্রমি মাধব আওল তাই।।
হেরল তরু-মূলে রোয়ত রাই।।
কানুক নযনে ঝরয়ে তব লোর।
ধিরে ধিরে যাই রাই করু কোর।।
কহ গোপীকান্ত দাস কিয়ে ভেলি।
অদভূত দুহুঁক প্রেম রস কেলি।।