• চলিতে না চলে পা কিবা সে হিলন গা
    চলিতে না চলে পা কিবা সে হিলন গা রাজপথে নিতাইর নাট। সঙ্গের যতেক সঙ্গী তা বড় তা বড় রঙ্গী অতি অপরূপ রসের হাট।। এ দেশে এমন কভু না ছিল এতেক দিন নিতাইচান্দের হেন লীলা। দীন হীন লোক প্রীত চিত আঁখি উলসিত কিবা করি রসে ভুলি গেলা।। শুনিয়া ভাইএর কথা পূরবে বারুণী পীতা সে সব আভাসে […] keyboard_arrow_right
  • পট্টবাস পরিধান মুকুতা শ্রবণে
    পট্টবাস পরিধান মুকুতা শ্রবণে। ঝলমল করে অঙ্গ নানা আভরণে।। পিঠে দোলে পাট থোপা তাহে হেম ঝাঁপা। কলিকলমষরাশি নাহি করে কৃপা।। আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়। আপে নাচে আপে গায় গৌর বোলায়।।ধ্রু।। লাফে ঝাঁপে যায় পঁহু গৌরআবেশে। পাপ পাষণ্ডিমতি না থুইল দেশে।। দয়ার কারণে পঁহু ক্ষিতিতলে আসি। অবিচারে দিল পহুঁ প্রেম রাশিরাশি।। সঙ্গে প্রেমসরঙ্গী রামাই […] keyboard_arrow_right
  • পর নারী দেখিয়া ধরিতে নার হিয়া
    পর নারী দেখিয়া ধরিতে নার হিয়া। গলায় কলসী বান্ধি মরগা ডুবিয়া।। তোর কুচযুগ রাধে আমার কলসী। গলায় বান্ধিয়া তাহা মরিব রূপসী।। রসে মত্ত হইয়া তুমি ছল ধর বোলে। ঝাঁপ দিয়া মর গিয়া যমুনার জলে।। তোমার যৌবন রাধা আমার যমুনা। অই অঙ্গে দিব ঝাঁপ আমার কামনা।। অবলা দেখিয়া কানাই কত পাতো ছন্দ। আপনার মুখ নষ্ট পরে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ