• নিশি অন্ধিআরী তাহাত কেমনে নারী
    নিশি অন্ধিআরী তাহাত কেমনে নারী। জিএ সে জাহার পাসত পুরুষ নাহী।। আল ।। মোরে কি না ভয়িঞাঁ গেল বড়ায়ি নাএ। বিরহে বিকলী খোঁজো মোঁ নান্দের পোএ।। নিশি সপন দেখিলোঁ কাহ্ন কোলে করি স চিআয়িঞাঁ চাহোঁ নাহিক বাল গোপালে। এ মোর যৌবন ভার সকল ভৈল আসার আনল সরণ হৈবে দূতা রে।। যে ডালে করো মো ভরে […] keyboard_arrow_right
  • বন্ধু মোর প্রাণের ঠাকুর
    বন্ধু মোর প্রাণের ঠাকুর। আঁখির কাজল তুমি শিরের সিন্দুরধু।। চরণে শরণ লৈলুঁ শুন প্রাণ নাথ। চক্ষু জ্যোতি বিনু নারী জীবন কি সাধ ? সদায় বারিজ ফুলে তোমার ভাবনা। বিরহিণী মরমেতে কামের যন্ত্রণা।। হীন আলি রাজা ভণে প্রেম দুঃখ বাসি। প্রেমানলে জল দিয়া রাখ নিজ দাসী। keyboard_arrow_right
  • রে রে পরম প্রেমসজনী
    রে রে পরম প্রেমসজনী নয়ন গোচর কোন দিন জানি নাহ নাগর গুণক আগর কলাসাগর রে। সবহুঁ পিয়া মঝু কহি পাঠাওব কর মাহা জনু চাঁদ পাওব সকল দূখন তেজি ভূখণ সমক সাজব রে।। লাজে নত ভয়ে নিকটে আওব রসিক ব্রজপতি হিয়ে সম্ভায়ব কামকৌশল কোপ-কাজর তবহুঁ রাজব রে। কবহুঁ কোকিল কূজন কুহু কুহু কবহুঁ কপোত কণ্ঠরব মুহু […] keyboard_arrow_right
  • সহন না যাএ দুঃখ, সহন না যাএ
    সহন না যাএ দুঃখ, সহন না যাএ। যৌবন চলিয়া গেল পিয়া না বোলাএ।। ধু সব নারী পিয়া সনে করে আনন্দিত। আমার মন্দিরে পিয়া কেন রে বঞ্চিত।। বদন (বেদন ?) হুতাশে দহে কিবা রাত্র দিন। হেরিতে পিয়ার পন্থ আঁখি হৈল ক্ষীণ। আজু কালুকা করি দিন গেল বইয়া । না ভজিলাম পিয়া মোর যৌবন ভেটিয়া।। এবাদোল্লা কহে […] keyboard_arrow_right
  • সুসর বাঁশরি নাদ শুণিআঁ বড়ায়ি
    সুসর বাঁশরি নাদ শুণিআঁ বড়ায়ি রান্ধিলোঁ যে সুনহ কাহিনী। আম্বল ব্যঞ্জনে মো বেশোআর দিলেঁ। সাকে দিলোঁ কানাসোআঁ পাণী।। রান্ধনের জুতী হারয়িলোঁ বড়ায়ি সুণিআঁ বাঁশীর নাদে।।ধ্রু।। নান্দের নন্দন কাহ্ন আড়বাঁশী নদে।।ধ্রু।। যেন রএ পঞ্জরের শুআ। তা সুণিআঁ ঘৃতে মো পরলা বুলিআঁ ভাজিলো এ কাঁচা গুআ।। সেইত বাঁশীর নাদ সুনিআঁ বড়ায়ি চিত্ত মোর ভৈল আকুল। ছোলঙ্গ চিপিআঁ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ