রে রে পরম প্রেমসজনী
নয়ন গোচর কোন দিন জানি
নাহ নাগর গুণক আগর
কলাসাগর রে।
সবহুঁ পিয়া মঝু কহি পাঠাওব
কর মাহা জনু চাঁদ পাওব
সকল দূখন তেজি ভূখণ
সমক সাজব রে।।
লাজে নত ভয়ে নিকটে আওব
রসিক ব্রজপতি হিয়ে সম্ভায়ব
কামকৌশল কোপ-কাজর
তবহুঁ রাজব রে।
কবহুঁ কোকিল কূজন কুহু কুহু
কবহুঁ কপোত কণ্ঠরব মুহু
করজ শাসন কলা আসন
কছু না ছোড়ব রে।।
কবহুঁ দুহু মেলি সঙ্গিত গাওব
কবহুঁ কর গহি কণ্ঠে লায়ব
কবহুঁ কৈতবকোপ ছলে রস
রাখি রোষব রে।
যতন করি হরি কত না ভাখব
আশ দেই পিয়া পাশ রাখব
সময় বুঝি তহিঁ মাঙ্ঘি হোই পুন
সাঙ্ঘি হোয়ব রে।।
বচন ছলে যব সাধ মানব
মীনকেতন যুঝত জানব
মদন-ময়-মত্ত হাথি মাতব
অচিরে বারব রে।
এত কহিতে সখি তুরিতে আওল
সুধা সম দৌ বাত লাওল
কানু সুন্দর চতুর মন্দির
নিকটে আওল রে।।
হরখি উঠি বসি কহয়ে রাধা
অচিরে বিহি কিয়ে পূরব সাধা
শরদচাঁদ চকোর মীলল
(সিংহ) ভূপতি গাওল রে।।