মদনকুঞ্জ পর বৈঠল মোহন বৃন্দাসখি মুখ চাই। যোড়ি যুগলকর মিনতি করত কত তুরিতে মিলায়বি রাই।। হাম পর রোখি বিমুখ ভৈ সুন্দরী যবহুঁ চললি নিজ গেহা। মদনহুতাশনে মঝু মন জারল জিবনে না বান্ধই থেহা।। তুহুঁ অতি চতুরি- শিরোমণি নাগরি তোহে কি শিখায়ব বাণী। তুহুঁ বিনে হামারি মরম নাহি জানত কৈছে মিলায়বি আনি।। চন্দন চান্দ পবন ভেল […]
keyboard_arrow_right