সকল সখি পর- বোধি কামিনি
আনি দিল পিয়া পাশ।
জনু বান্ধি ব্যাধা বিপিনে সোঁ মৃগি
তেজই তীখন শ্বাস।।
বৈঠি শয়ন সমীপে সুবদনি
যতনে সমুখ না হোয়।
ভোরি মানস ভ্রমই দশ দিশ
দেই মনমথ ফোয়।।
নিবিড় নীবিবন্ধ কঠিন কঞ্চুক
অধরে অধিক নিরোধ।
কঠিন কাম কঠোর কামিনি
মানে নাহি পরবোধ।।
সকল গাত দুকূল দৃঢ় অতি
কথিহুঁ নাহি পরকাশ।
পাণি পরশিতে প্রাণ পরিহর
পুরব কী রতি আশ।।
কান্ত কাতরে কতহুঁ কাকুতি
করত কামিনি পায়।
কি জানি কি পর- কার অব তছু
কছুই নাহি অবধায়।।
দিবস চারি গোঙাহ মাধব
করহ রতি সমধান।
বড়ই কাজ সো বড়ই ধীরজ
সিংহ ভূপতি ভাণ।।