নদী বহে নয়নক নীরে।
মুরছি পড়ল তছু তীরে।।
মাধব তোহারি করুণা অতি বঙ্কা।
তোহে নাহি তিরিবধ শঙ্কা।।
তৈখনে খীন ভেল শ্বাসা ।
কৌই নলিনীদলে করই বাতাসা।।
চৌদশী চাঁদ সমান।
তুয়া বিনে শূন ভেল প্রাণ।।
কোই রোই রাই উপেখি।
কোই শির ধুনি ধুনি দেখি।।
কোই সখী পরিখই শ্বাস।
হাম ধায়ল তুয়া পাশ।।
পালটি চলহ নিজ গেহ।
মনে গণি পূরব সিনেহ।।
নৃপতি সিংহ করি ভাণ।
মনে জানি বুঝহ সিয়ান।।