অশনিক হত হুতাশনে পশি
বিসরিল বিশোয়াসয়া।
রঙন ভঙন সমান কানন
কঠিন করই নিবাসয়া।।
অওধ আনন হঠ না মানয়ে
নয়নে গলে জল ধারয়া।
কমল চড়ি চাঁদ বেঢ়ি খঞ্জন
মঞ্চু মোতিম মালয়া।।
কুটিল কেশ- কলাপ খিণ তনু
সখিনি যতনে সমারয়া।
(জনু) উজর হাটক- ছাট মনমথ
বান্ধি চামর ঢারয়া।।
(বহু) দিবস গেল বহু মাস ভেল বহু
বরিখ কত সে সমারয়া।
(নিজ) নারি বিরহিণি জারি মাধব
কোন সাধলি কাজয়া।।
ইহ সান শুনি শুনি কহত পুনি পুনি
আকুল ভই বহু কানয়া।
(নিজ) লেহ গণি চলু গেহ যদুপতি
সিংহ ভূপতি ভাণয়া।।