• তবে কহে রাই দূতীর গোচরে
    তবে কহে রাই দূতীর গোচরে কেন বা আইলে ইথে। কিসের কারণে তোমার গমন কহ কহ শুনি তাথে।। কহে সেই সখী শুন চন্দ্রমুখি তোমারে আইনু নিতে। নিকুঞ্জে একলা বসিয়া নাগর চাহিয়া তোমার পথে।। কেন বা তা সনে মান অভিমান যারে না দেখিলে মর। সে জন পীরিতি তেজিয়া আরতি কিসের গুমান কর।। সে নব নাগর তেজিয়া বৈভব […] keyboard_arrow_right
  • দূতী কহে শুন আমার বচন
    দূতী কহে শুন আমার বচন করিয়ে আদরপনা। সে হেন নাগর গুণের সাগর অতি সে সুজন জনা।। তোমার লাগিয়া রজনী জাগিয়া সে হরি কাতর হয়। দিয়া দরশন কর পরশন আমার মনেতে লয়।। এখনে ছাড়িয়া যাহত চলিয়া দুগুণ উঠয়ে দুখ। তাহার সনেতে কিবা পরিচয় এ লেহা রসের সুখ।। জানিল তাহার যত বড় তেঁহো কালিয়া বিষের রাশি। কুলের […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ