তবে কহে রাই দূতীর গোচরে
কেন বা আইলে ইথে।
কিসের কারণে তোমার গমন
কহ কহ শুনি তাথে।।
কহে সেই সখী শুন চন্দ্রমুখি
তোমারে আইনু নিতে।
নিকুঞ্জে একলা বসিয়া নাগর
চাহিয়া তোমার পথে।।
কেন বা তা সনে মান অভিমান
যারে না দেখিলে মর।
সে জন পীরিতি তেজিয়া আরতি
কিসের গুমান কর।।
সে নব নাগর তেজিয়া বৈভব
তোমার ধেয়ান রাধা।
তুয়া গুণ-গান জপিতে জপিতে
সে শ্যাম হইল আধা।।
তুমি বিদগধ তুমি বৈদগধী
গুণের নাহিক সীমা।
চতুর নাগরী গুণের আগরি
মান পথে দেহ ক্ষমা।।
জগজনে কয় রাধা ধীরময়
সকল গোচর আছে।
সমুঝে সমুঝে কহি তার মাঝে
কহি যে তুয়ার কাছে।।
তুমি শ্রেয় সমা তুমি কুলরামা
তুমি সে রসের নদী।
যার রসগুণ নিগূঢ় মরম
পক্ষ তত্ত্ব যার সিদ্ধি।।
আট গুণ গুণ তার পহুগুণ
এ নব যাহার গতি।
চণ্ডীদাস কহে রসতত্ত্ব লাগি
কুঞ্জেতে যাহার স্থিতি।।