• খোজিত ফিরতি জননি যশোমতি
    খোজিত ফিরতি জননি যশোমতি আওল কুঞ্জ-কুটীর। শুনইতে দক্ষ বিচক্ষণ-ভাষণ চমকিত গোকুল-বীর।। হরি হরি অব দুহু ঘুমক লাগি। কোরে আগোরি ছরম-ভরে শুতলি রতি-রসে যামিনি জাগি।। রতি-রসে অবশ-কলেবর নাগর উঠত থোরহি থোর। প্রাণ-পিয়ারি নেহারি বদন পুন ভোরি রহল তছু কোর।। রাই-বদন ঘন চুম্বই সাদরে কাতর-হৃদয় মুরারি। নয়নক নীরহি শয়ন ভিগায়ই হেরি বলরাম বলিহারি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ