• করে ধরি রাই মন্দির মাহা আনল
    করে ধরি রাই মন্দির মাহা আনল দুহুঁ জন ভেল এক ঠাম। আগমনজনিত সকল দুখ কহতহিঁ মধুর বচন অনুপাম।। দুহুঁ জন মনোরথে ভোর। হুঁক অধরমধু দুহুঁ জন পীবই দুহুঁ দোঁহা কোরে আগোর।।ধ্রু।। কুসুমশেজ মাহা বিলসই দুহুঁ জন পূরল সব অভিলাষ। নিধুবন সমরে দুহুঁ পরবেশল কহ ঘনশ্যামর দাস।। keyboard_arrow_right
  • কানুর পীরিতি পাইয়া পরশ
    কানুর পীরিতি পাইয়া পরশ মানেতে মোহিত ছিল। হাসি নাসা পর অঙ্গুলি ভেজায়ে ও নব নাগরী দিল।। “কে জানে এমন তোমার ধরণ কপট আগুন ইথে। বহুদিন মান কপট অন্তরে ভাঙ্গল কপট চিতে।।” “আর কিবা আছে মান অভিমান চলহ নিকুঞ্জ বনে। করহ বেশের পরিপাটী যত চলহ সখীর সনে।।” শ্যাম সুনাগর চতুর শেখর চলিল নিকুঞ্জ-ধামে। হেথা সুধামুখী বেশ […] keyboard_arrow_right
  • কানুর পীরিতি পাইয়া পরশ
    কানুর পীরিতি পাইয়া পরশ মানেতে মোহিত ছিল। হাসি নাসাপর অঙ্গুলি ভেজায়ে ও নব নাগরী দিল।। কে জানে এমন তোমার ধরণ কপট আগুন ইথে। বহুদিন মান কপট অন্তরে ভাঙ্গল কপট চিতে।। আর কিবা আছে মান অভিমান চলহ নিকুঞ্জ-বনে। করহ বেশের পরিপাটী যত চলহ সখীর সনে।। শ্যাম সুনাগর চতুর-শেখর চলিল নিকুঞ্জধামে। হেথা সুধামুখী বেশ পরিপাটী কত সে […] keyboard_arrow_right
  • কিবা সে দোঁহার রূপ
    কিবা সে দোঁহার রূপ। কিশোর-কিশোরী রস পসারই সরস রূপের কূপ।।ধ্রু।। অরুণ-কিরণে মলিন ইন্দু কুমুদ মুদিত লাজে। চান্দের ভরমে চকোর মাতল ইন্দীবর হাসে মাঝে।। চান্দের উপরে চান্দ পেখলুঁ ইন্দুর উপরে শশী। প্রেমের আবেশে পিয়ে রসসুধা খঞ্জনযুগল পশি।। যমুনাতরঙ্গে অরুণ উদয় তারার পসার তথা। অরুণ ঝাঁপিয়া তিমির রহল কিয়ে অদভুত কথা।। কনকলতার সুমেরুশিখর ঘনের জনম তায়। ঘনের […] keyboard_arrow_right
  • কে বলে আমার তুমি সে রাধার
    কে বলে আমার তুমি সে রাধার তাহার দুখের দুখী। করিয়া চাতুরী যাবে বুঝি হরি রাধারে করিতে সুখী।। বঁধু হে, তুমি ত রাধার নাথ। তব ভারিভূরি ভাঙ্গিব মুরারি রাখিব আপন সাথ।। এতেক বলিয়া করেতে ধরিয়া চুম্বয়ে বদন-চাঁদে। রসিক নাগর হইয়া ফাঁপর পড়িল বিষম ফাঁদে।। হেথা সুবদনী সখী সনে বাণী কহয়ে কাতর-ভাষে। নিশি পোহাইল পিয়া না আইল […] keyboard_arrow_right
  • গৌর দেহ সুচারু সুবদনি
    গৌর দেহ সুচারু সুবদনি শ্যামসুন্দর নাহ রে। জলদ উপরে তড়িত সঞ্চরু সরূপ ঐছন আহ রে।। পীঠ পর ঘন দোলত শ্যাম বেণী নিরখি ঐছন ভান রে। (জনু) উজর হাটক- পাট কর গহি লিখন লেহু পাঁচবাণ রে।। খণ না থির রহ সঘন সঞ্চর মণিক মেখলা রাব রে। ময়ন রায় দুহাই কহ কহ জঘন যশ রস গাব রে।। […] keyboard_arrow_right
  • ঢুঁড়য়ে সবহু সখীগণ মেলি
    ঢুঁড়য়ে সবহু সখীগণ মেলি। যাঁহা দুহুঁ রোয়ত তাহি সভে গেলি।। হেরল দুহুঁ জন রহু এক ঠাম। রোয়ত সুন্দরি কোরহি শ্যাম।। কহ গদগদ তব নাগর কান। কাহে তুহুঁ রোয়সি কাহে করু মান।। মোছই বদন আপন পিতবাসে। দূরহি সহচরিগণ হেরি হাসে।। সখিগণ মুখ যব হেরল রাই। লাজহি অবনত কানু-মুখ চাই।। উঠি চলল দুহুঁ সখিগণ দেখি। তুরিতুহি মিলল […] keyboard_arrow_right
  • তেজ সখি কানু-আগমন-আশ
    তেজ সখি কানু-আগমন-আশ। যামিনী শেষ ভেল সবহুঁ নৈরাশ।। তাম্বুল চন্দন গন্ধ উপহার। দূরহিঁ ডারহ যামুন পার।। কিশলয় শেজ মণি-মানিক মাল। জল মাহা ডারহ সবহুঁ জঞ্জাল।। অব কি করব সখি কহ না উপায়। কানু বিনু জিউ কাহে নাহি বাহিরায়।। ধিক ধিক রে বিধি তোহারি বিধান। এহেন রজনি মোহে বঞ্চল কান।। শুনইতে ঐছন রাইক ভাষ। দ্রুত চলি […] keyboard_arrow_right
  • দেখ রি সখি শ্যামচন্দ
    দেখ রি সখি শ্যামচন্দ ইন্দুবদনি রাধিকা। বিবিধ যন্ত্র যুবতিবৃন্দ গাওয়ে রাগমালিকা।। মন্দ পবন কুঞ্জভবন কুসুমগন্ধমাধুরী। মদনরাজ নবসমাজ ভ্রমত ভ্রমরচাতুরী।। তরল তাল গতি দুলাল নাচে নটিনি নটনসূর। প্রাণনাথ ধরত হাত রাই তাহে অধিক পূর।। অঙ্গে অঙ্গে পরশে ভোর কেহ রহত কাহুক কোর। জ্ঞানদাস কহক রাস যৈছে জলদে বিজুরি জোড়।। keyboard_arrow_right
  • ধনি সহজে রাজার ঝি
    ধনি সহজে রাজার ঝি। ঘরেরে বাহির কখন না হয় আমার দেখিয়াছি ।।ধ্রু।। তাহাতে রজনি কানন মাঝারে করয়ে কমলশেজ। মিনতি করিয়া প্রিয় সখিগণে কানুক উদ্দেশে ভেজ।। সবহুঁ রজনি নিন্দ নাই ধনি রতন পালঙ্ক পরে। সে যে কমলিনী জাগয়ে যামিনী নিমিখ না দেই ডরে।। কর পদতলে ও থল-কমল নুনির পুতলি দেহ। সে যে সুকুমারি কান্দয়ে গুমরি এত […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ