ঢুঁড়য়ে সবহু সখীগণ মেলি।
যাঁহা দুহুঁ রোয়ত তাহি সভে গেলি।।
হেরল দুহুঁ জন রহু এক ঠাম।
রোয়ত সুন্দরি কোরহি শ্যাম।।
কহ গদগদ তব নাগর কান।
কাহে তুহুঁ রোয়সি কাহে করু মান।।
মোছই বদন আপন পিতবাসে।
দূরহি সহচরিগণ হেরি হাসে।।
সখিগণ মুখ যব হেরল রাই।
লাজহি অবনত কানু-মুখ চাই।।
উঠি চলল দুহুঁ সখিগণ দেখি।
তুরিতুহি মিলল দুহুঁ পরতেখি।।
লাজহি দুহুঁ কছু না কহয়ে ভাষ।
কহ গোপীকান্ত পুরল মন আশ।।