তেজ সখি কানু-আগমন-আশ।
যামিনী শেষ ভেল সবহুঁ নৈরাশ।।
তাম্বুল চন্দন গন্ধ উপহার।
দূরহিঁ ডারহ যামুন পার।।
কিশলয় শেজ মণি-মানিক মাল।
জল মাহা ডারহ সবহুঁ জঞ্জাল।।
অব কি করব সখি কহ না উপায়।
কানু বিনু জিউ কাহে নাহি বাহিরায়।।
ধিক ধিক রে বিধি তোহারি বিধান।
এহেন রজনি মোহে বঞ্চল কান।।
শুনইতে ঐছন রাইক ভাষ।
দ্রুত চলি আওল বলরাম দাস।।