• কুরু যদুনন্দন চন্দনশিশিরতরেণ করেণ পয়োধয়ে
    কুরু যদুনন্দন চন্দনশিশিরতরেণ করেণ পয়োধরে। মৃগমদপত্রকমত্র মনোভবমঙ্গলকলসসহোদরে। নিজগাদ সা যদুনন্দনে ক্রীড়তি হৃদয়ানন্দনে।।ধ্র।। আলিকুলগঞ্জনসঞ্জনকং রতিনায়কশায়কমোচনে। ত্বদধরচুম্বনলম্বিতকজ্জল্মুজ্জ্বলয় প্রিয় লোচনে।। নয়নকুরঙ্গতরঙ্গবিকাশনিরাসকরে শ্রুতিমণ্ডলে। মনসিজপাশবিলাসধরে শুভবেশ নিবেশয় কুণ্ডলে।। ভ্রমরচয়ং রচয়ন্তমুপরি রুচিরং সুচিরং মম সম্মুখে। জিতকমলে বিমলে পরিকর্ম্ময় নর্ম্মজনকমলকং মুখে।। মৃগমদরসবলিতং ললিতং কুরু তিলকমলিকরজনীকরে। বিহিতকলঙ্ককলং কমলানন বিশ্রমিতশ্রমশীকরে।। মম রুচিরে চিকুরে কুরু মানদ মানসজদ্বজচামরে। রতিগলিতে ললিতে কুসুমানি শিখণ্ডিশিখণ্ডকডামরে।। সরসঘনে জঘনে মম শম্বরদারণবারণকন্দরে। […] keyboard_arrow_right
  • চন্দনচর্চ্চিতনীলকলেবর পীতবসনবনমালী
    চন্দনচর্চ্চিতনীলকলেবর পীতবসনবনমালী। কেলিচলন্মণিকুণ্ডলমণ্ডিতগণ্ডযুগস্মিতশালী।। হরিরিহ মুগ্ধবধূনিকরে। বিলাসিনি বিলসতি কেলিপরে।।ধ্রু।। পীনপয়োধরভারভরেণ হরিং পরিবভ্য সরাগম্। গোপবধূরনুগায়তি কাচিদুদঞ্চিতপঞ্চমরাগম।। কাপি বিলাসবিলোলবিলোচনখেলনজনিতমনোজম্। ধ্যায়তি মুগ্ধবধূরধিকং মদুসূদনবদনসরোজম্।। কাপি কপোলতলে মিলিতা লপিতুং কিমপি শ্রুতিমূলে। চারু চুচুম্ব নিতম্ববতী দয়িতং পুলকৈরনুকূলে।। কেলিকলাকুতুকেন চ কাচিদমুং যমুনাজলকূলে। মঞ্জুলবঞ্জুল্কুঞ্জগতং বিচকর্ষ করেণ দুকূলে।। করতলতালতরলবলয়াবলিকলিতকলস্বনবংশে। রাসরসে সহনৃত্যপরা হরিণা যুবতিঃ প্রশশংসে।। শ্লিষ্যতি কামপি চুম্বতি কামপি কামপি রময়তি রামাম্। পশ্যতি সম্মিতচারু পরামপরামনুগচ্ছতি বামাম্।। […] keyboard_arrow_right
  • হরিরভিসরতি বহতি মৃদুপবনে
    হরিরভিসরতি বহতি মৃদুপবনে। কিমপরমধিকসুখং সখি ভবনে।। মাধবে মা কুরু মানিনি মানময়ে।।ধ্রু।। তালফলাদপি গুরুমতিসরসম্। কিমু বিফলীকুরুষে কুচকলসম্। কতি ন কথিতমিদমনুপদমচিরম্।। মা পরিহর হরিমতিশয়রুচিরম্।। কিমিতি বিষীদসি রোদিষি বিকলা। বিহসতি যুবতিসভা তব সকলা। সজলনলিনীদলশীলিতশয়নে। হরিমবলোকয় সফলয় নয়নে।। জনয়সি মনসি কিমিতি গুরুখেদম্। শৃণু মম বচনমনীহিতভেদম্।। হরিরুপ যাতু বদতু বহু মধুরম্। কিমিতি করোষি হৃদয়মতিবিধুরম্।। শ্রীজয়দেবভণিতমতিললিতম্। সুখয়তু রসিকজনং হরিচরিতম্।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ