• তপনক তাপে তপত ভেল মহীতল
    তপনক তাপে তপত ভেল মহীতল বালুকা দহন সমান। চঢ়ল মনোরথে ভামিনী চলু পথে তাপ তপন নাহি জান।। (হরি হরি) প্রেমক গতি দুরবার। নবিনযৌবনি ধনি চরণ কমল জিনি তবহুঁ কয়ল অভিসার।।ধ্রু।। কুলগুণগৌরব বিকশিত সৌরভ তৃণ করি না মানয়ে রাধে। মন মাহা মদন মহোদধি উছলল ডুবল কুল-মরিযাদে।। শতশত বিঘিনি জিতল অনুরাগিণি সাধল মনমথ-তন্ত্র। গুরুজন নয়ন নিবারিতে সুবদনি […] keyboard_arrow_right
  • সুরধনি-তীরে তীর মাহ বিলসই
    সুরধনি-তীরে তীর মাহ বিলসই সম-বয় বালক সঙ্গ। করতল-তাল- বলিত হরি হরি ধনি নাচত নটবর-ভঙ্গ।। জয় শচি-নন্দন ত্রিভুবন-বন্দন পূর্ণ পূর্ণ অবতার। জগ অনুরঞ্জন ভয়-ভয়-ভঞ্জন সংকীর্ত্তণ পরচার।। চম্পক-গৌর প্রেম-ভরে কম্পই কম্পই সহচর কোর। অঙ্গহি অঙ্গ পুলককুল আকুল কঞ্জ নয়নে ঝরু লোর।। ধনি ধনি ভাঙনি চতুর শিরোমণি বিদগধ-জীবনজীব। গোবিন্দদাস এ হেন রসে বঞ্চিত অবহু শ্রবণে নাহি পীব। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ