বিনোদিনী রাই গৃহে রন্ধনে আছিলা। আচম্বিতে সুবলেরে দুয়ারে দেখিলা।। দু ঝুঁটি চুলের গুচ্ছ বাঁন্ধি উচ্চ করি। হেম থালি হাতে করি বেঢ়াইল কিশোরি।। সুবল দেখিয়া রাইয়ের আনন্দিত মন। কি কারণে আইলি সুবল কহ বিবরণ।। কখন না দেখি তোমায় আমার ভবনে। আজ তুমি আইলা বল কিসের কারণে।। এখনি গোঠেতে গেলি কেন ফিরে এলি। কেমন আছেন মোর প্রাণ […]
keyboard_arrow_right