• এস ভাই সখা দেহ মোরে দেখা
    এস ভাই সখা দেহ মোরে দেখা পরাণ কেমন করে। কোথা আছ ভাই খুঁজিতে না পাই একি পরমাদ মোরে।। আর কার সনে খেলিব যতনে বনে ফিরাইব পাল। আর না শুনিব মধুর বচন বেশ না করিব ভাল।। কানুর বিষাদ রোদন বেদন শুনি পশু পাখিগণে। পাষাণ গলিত শাখিকুল যত লম্বিত চরণ পানে।। আয় আয় ভাই ডাকয়ে মাধাই উত্তর […] keyboard_arrow_right
  • এস ভাই সখা দেহ মোরে দেখা
    “এস ভাই সখা দেহ মোরে দেখা পরাণ কেমন করে। কোথা আছ ভাই খুঁজিতে না পাই একি পরমাদ মোরে।। আর কার সনে খেলিব যতনে বনে ফিরাইব পাল। আর না শুনিব মধুর বচন বেশ না করিব ভাল।।” কানুর বিষাদ রোদন-বেদন শুনি পশুপাখিগণে। পাষাণ গলিত শাখিকুল যত লম্বিত চরণ পানে।। “আয় আয় ভাই”– ডাকয়ে মাধাই– “উত্তর না দেহ […] keyboard_arrow_right
  • কেথা আছ ভাই ছিদাম সুদাম
    “কেথা আছ ভাই ছিদাম সুদাম বসুদাম আদি যত। দেহ দরশন না রহে জীবন”– ফুকরি ডাকত কত।। “কোন বনমাঝে আছ কোন্‌ কাজে উত্তর না দেহ কেনে।” ‘ভাই, ভাই’-বলি করিয়া বিকলি বুলত বনহি বনে।। কাঁদিয়া আকুল নন্দের নন্দন বচন না সরে মুখে “আজি সে দুর্দ্দিন হইল মিলন, পাইল ভোজন-দুখে।। প্রাণের দোসর রাখালসকল তারা বা চলিল কোথা। হৃদয় […] keyboard_arrow_right
  • কোথা আছ ভাই ছিদাম সুদাম
    কোথা আছ ভাই ছিদাম সুদাম বসুদাম আদি যত। দেহ দরশন না রহে জীবন ফুকরি ডাকত কত।। কোন বনমাঝে আছ কোন কাজে উত্তর না দেহ কেনে। ভাই ভাই বলি করিয়া বিকলি বুলত বনহি বনে।। কাঁদিয়া আকুল নন্দের নন্দন বচন না সরে মুখে। আজি সে দুর্দ্দিন হইল মিলন পাইল ভোজন দুখে।। প্রাণের দোসর রাখাল সকল তারা বা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ