• নব ঘন কানন শোভিত কুঞ্জ
    নব ঘন কানন শোভিত কুঞ্জ। বিকশিত কুসুমে শোভা অতি পুঞ্জ।। নতুন পল্লব-শোভিত ডাল। শারি শুক পিক তহি বোলত রসাল। তহি বলি অপরূপ রতন-হিণ্ডোর। তহি পর বৈঠল কিশোরি কিশোর।। ব্রজরমণীগণ দেত ঝকোর। গীরত জনি ধনি করতহি কোর।। কত কত উপজত রস-পরসঙ্গ। গোবিন্দদাস দেখত তহিঁ রঙ্গ।। keyboard_arrow_right
  • ফুটিল কদমফুল ভরে নোঁআইল ডাল
    ফুটিল কদমফুল ভরে নোঁআইল ডাল। এভোঁ গোকুলক নাইল বাল গোপাল।। কত না রাখিব কুচ নেতে ওহাড়িআঁ। নিদয়হৃদয় কাহ্ন না গেলা বোলাইআঁ।। শৈশবের নেহা বড়ায়ি কে না বিহড়াইল। প্রাণনাথ কাহ্ন মোর এভোঁ ঘর নাইল।।ধ্রু।। মুছিআঁ পেলায়িবোঁ বড়ায়ি শিষের সিন্দূর । বাহুর বলয়া মোর করিবোঁ শঙ্খচূর।। কাহ্ন বিণী সব খন পোড়এ পরাণী। বিষাইল কাণ্ডের থাএ যেহেন হরিণী।। […] keyboard_arrow_right
  • রমণিরমণি রঙ্গিণী জিনি
    রমণিরমণি রঙ্গিণী জিনি কনক-নবনীত অঙ্গ। গঞ্জি খঞ্জন নয়ন চাহনি নিরখি মুরুছে অনঙ্গ।। ভাঙ যুগবর ভঙ্গি মধুরিম অধরে মৃদু মৃদু হাস। বলিত কুন্তলে কুন্দকলি জনু জলদে উড়ু পরকাশ।। সরস সিন্দূর বিন্দু ললিত ললাট অলকে উজোর। শ্রবণে মণি তাড়ঙ্ক ঝলমল চিবুকে মৃগমদ থোর।। গীম বলনি সুচারু করযুগ নীল বলয় বিরাজ। অসিত কঞ্চুক রচিত উচ কুচ হার উরে […] keyboard_arrow_right
  • হাথে চান্দ মানী বড়ায়ি করায়িলেঁ পাগলী
    হাথে চান্দ মানী বড়ায়ি করায়িলেঁ পাগলী। আইহনক পীঠ দিলোঁ লাজে তিনাঞ্জলী।। আশোআশ দিআঁ তোহ্মে হৈলা এক ভীতে। কাহ্নত লাগিআঁ মোর বেআকুল চীতে। জাণিল জাণিল বড়ায়ি চিহ্নিল কাহ্নাঞিঁ। আছুক পরসরস দরশন নাহিঁ।।ধ্রু।। তোহ্মার বচনে বড়ায়ি নেহা বাঢ়ায়িলোঁ। কাহ্ন সমে ভালেঁ রস ভুঞ্জিতেঁ না পাইল। পুরুব জরমে কিবা খন্ডব্রত কৈল। তেকারণে মোর মনোরথ না পুরিল।। দুখ সুখ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ