• অধরে অধর দুহুঁ ধরি
    অধরে অধর দুহুঁ ধরি। শুতিয়াছে কিশোর কিশোরী।। ভুজে ভুজে দোহেঁ দোহাঁ বান্ধি। পবন পশিতে নাহি সান্ধি।। চিকুরে চিকুরে এক করি। শুতিয়াছে তাহারই উপরি।। রাইকুচহিয়ার মাঝারে। পশিয়াছে শ্যাম-কলেবরে।। হিয়ার মাঝারে রৈল পশি। নীল-হেমগিরি মাঝে শশী।। বলয়া কিঙ্কিণী তাহে লাগে। দুহুঁ তনু এক অনুরাগে।। চরণে চরণে একাকারে। কেবা তাহা ছাড়াবারে পারে।। এক তনু ধরি যদি টানে। দুহুঁ […] keyboard_arrow_right
  • আয়রে গোয়ালা দেখ নন্দকুলশশী
    আয়রে গোয়ালা দেখ নন্দকুলশশী। জনম সফল হবে পাবে সুখ রাশি। দেখিয়া গোপালে সভে হৈল উন্মত্ত। কি দেখিলাম কি দেখিলাম বলে অবিরত।। কিবা নীল মণি কিবা নীল অরবিন্দ। কিবা রূপখানি কিবা পরম আনন্দ।। তাপিত বিবিধ তাপে দেখিয়া বিধাতা। মো সবারে আনি দিল নিধি সুখ দাতা।। এত বলি নাচে গোপ দিয়ে করতালি। নড়ি হাতে ভার কান্ধে বলে […] keyboard_arrow_right
  • আর কি এমন দশা হব
    আর কি এমন দশা হব। সব ছাড়ি বৃন্দাবন যাব।। রাধাকৃষ্ণপ্রেমরস লীলা। যেখানে যেখানে যে করিলা।। কবে আর গোবর্দ্ধন গিরি। দেখিব নয়নযুগ ভরি।। আর কবে নয়নে দেখিব। বনে বনে ভ্রমণ করিব।। আর কবে শ্রীরাসমণ্ডলে। গড়াগড়ি দিব কুতুহলে।। শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান। করি কবে জুড়াব পরাণ।। আর কবে যমুনার জলে। মজ্জনে হইব নিরমলে।। সাধুসঙ্গে বৃন্দাবনে বাস। নরোত্তমদাস মনে […] keyboard_arrow_right
  • একদিন মনে রভস-কাজ
    একদিন মনে রভস-কাজ। মালিনী হইলা রসিকরাজ।। ফুল-মালা গাঁথি ঝুলাই হাতে। “কে নিবে কে নিবে”–ফুকরে পথে।। তুরিতে আইলা ভানুর বাড়ী। রাই কহে—“কত লইবে কড়ি।।” মালিনী লইয়া নিভৃতে বসি। মালা মূল করে ঈষৎ হাসি।। মালিনী কহয়ে –“সাজাই আগে। পাছে দিবা কড়ি যতেক লাগে।।” এত কহি মালা পরায় গলে। বদন চুম্বন করিল ছলে।। বুঝিয়া নাগরা ধরিলা করে। “এত […] keyboard_arrow_right
  • ওহে ও কুবুজার বন্ধু
    “ওহে ও কুবুজার বন্ধু। পাসরেছ রাইমুখ-ইন্দু।। ওহে ও পাগধারী। পাসরেছ নবীন কিশোরী।। রাই পাঠাইল মোর। দাসখত দেখাবার তরে।। যাতে মোরা আছি সাখী। পদতলে নাম দিলে লেখি।। তুমি ব্রজে যবে যবে। করতালি বাজাইব সবে।।” দ্বিজ চণ্ডীদাস ভণে। গালি দিব যত আছে মনে।। keyboard_arrow_right
  • ওহে ও কুবুজার বন্ধু
    ওহে ও কুবুজার বন্ধু। পাসরেছ রাইমুখ-ইন্দু।। ওহে ও পাগধারী। পাসরেছ নবীন কিশোরী।। রাই পাঠাইল মোরে। দাসখত দেখাবার তরে।। যাতে মোরা আছি সাখী। পদতলে নাম দিলে লেগি।। তুমি ব্রজ যাবে যবে। করতালি বাজাইব সবে।। দ্বিজ চণ্ডীদাস ভণে। গালি দিব যত আছে মনে।। keyboard_arrow_right
  • কি কহব সো রসরঙ্গ
    কি কহব সো রসরঙ্গ। কানু খেলই মঝু সঙ্গ।। সুবল সখা করি বাম। সমুখে দাঁড়াইলুঁ হাম।। ললিতা ডাহিনে রহু মোর। হেরি কানু ভেল ভোর।। করহি খসল পিচকারি। ঐছে পড়ল তনু ঢারি।। সচকিত হোই হাম ধাই। কোরে আগোরলুঁ তাই।। বয়নে বয়ন যব দেল। ইষত শ্বাস তব ভেল।। করে করি মাজিয়ে মুখ। হেরইতে বিদরয়ে বুক।। ক্ষণেকে চেতন যব […] keyboard_arrow_right
  • কি বলিব বিধাতারে এ দুখ সহায়
    কি বলিব বিধাতারে এ দুখ সহায়। গোরামুখ হেরি কেনে পরাণ না যায়।। মলিন বদনে বসি আঁখি যুগ ঝরে। আকাশগঙ্গার ধারা সুমেরুশিখরে।। ক্ষণে মুখ শির ঘসে ক্ষণে উঠি ধায়। অতি দুরবল ভূমে পড়ি মুরছায়।। নাসায় নাহিক শ্বাস দেখি সভে কান্দে। চৈতন্য দাসের হিয়া থির নাহি বান্ধে।। keyboard_arrow_right
  • কি হেরিলাম কদম্বের তলে
    কি হেরিলাম কদম্বের তলে। বামপাশে দাঁড়ায়েছে হেলে।। উহার গলে দোলে বনফুলের মালা। পুঞ্জে পুঞ্জে তহিঁ অলি করে খেলা।। কিবা সে কুঞ্চিত কেশের বেণী। মন্দ মন্দ দুলিছে আপনি।। উহার করেতে মোহন বাঁশী। মুখে মৃদুমন্দ মধুর হাসি।। ললিত ত্রিভঙ্গ শ্যাম রূপ। অলকা আবৃত চাঁদ মুখ।। গোবিন্দদাস গুণ গায়। শ্যাম বিনে আন নাহি ভায়।। keyboard_arrow_right
  • খেনে হাসয়ে খেনে রোয়
    খেনে হাসয়ে খেনে রোয়। দিশি দিশি হেরই তোয়।। খেনে আকুল খেনে ধীর। খেনে ধাবই খেনে গীর।। খেনে খেনে হরি হরি বোল। সহচরি ধরি করু কোর।। ঐছন হেরি আগেয়ান। সবহুঁ দগধ করু প্রাণ।। তাহি সোয়াথ নাহি পায়। যদুনন্দন মুখ চায়।। keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ