কি হেরিলাম কদম্বের তলে।
বামপাশে দাঁড়ায়েছে হেলে।।
উহার গলে দোলে বনফুলের মালা।
পুঞ্জে পুঞ্জে তহিঁ অলি করে খেলা।।
কিবা সে কুঞ্চিত কেশের বেণী।
মন্দ মন্দ দুলিছে আপনি।।
উহার করেতে মোহন বাঁশী।
মুখে মৃদুমন্দ মধুর হাসি।।
ললিত ত্রিভঙ্গ শ্যাম রূপ।
অলকা আবৃত চাঁদ মুখ।।
গোবিন্দদাস গুণ গায়।
শ্যাম বিনে আন নাহি ভায়।।