আর কি এমন দশা হব।
সব ছাড়ি বৃন্দাবন যাব।।
রাধাকৃষ্ণপ্রেমরস লীলা।
যেখানে যেখানে যে করিলা।।
কবে আর গোবর্দ্ধন গিরি।
দেখিব নয়নযুগ ভরি।।
আর কবে নয়নে দেখিব।
বনে বনে ভ্রমণ করিব।।
আর কবে শ্রীরাসমণ্ডলে।
গড়াগড়ি দিব কুতুহলে।।
শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান।
করি কবে জুড়াব পরাণ।।
আর কবে যমুনার জলে।
মজ্জনে হইব নিরমলে।।
সাধুসঙ্গে বৃন্দাবনে বাস।
নরোত্তমদাস মনে আশ।।