“ওহে ও কুবুজার বন্ধু।
পাসরেছ রাইমুখ-ইন্দু।।
ওহে ও পাগধারী।
পাসরেছ নবীন কিশোরী।।
রাই পাঠাইল মোর।
দাসখত দেখাবার তরে।।
যাতে মোরা আছি সাখী।
পদতলে নাম দিলে লেখি।।
তুমি ব্রজে যবে যবে।
করতালি বাজাইব সবে।।”
দ্বিজ চণ্ডীদাস ভণে।
গালি দিব যত আছে মনে।।