কালারূপ কি হইল মোরে।
জাগিতে ঘুমাতে চাহি চারি ভিতে
চাহিতে চেতন হরে।।ধ্রু।।
দর্শন না হৈতে আকুল হই চিতে
ভাসিয়ে নয়ননীরে।
তাথে পাঁচবাণ দগধে পরাণ
কি করে চেতন-চোরে।।
কি করি উপায় ছাড়ান না যায়
বান্ধিল প্রেমের ডোরে।
আনন্দের ধাম কহে শিবরাম
কি আর এ ঘোর ঘরে।।