কালার পিরিতি সই তোমারে যে বলি।
বুঝিয়া ঝুরিয়া কান্দে পরাণ পুতলি।।
কাহারে কহিব সই মরমের কথা।
কানু বিনু কে জানিবে মরমের বেথা।
যত যত পিরীতি করয়ে পিয়া মোরে।
আখরেতে লেখা আছে হিয়ার মাঝারে।।
নিরবধি বুকে থুইয়া চাহে মুখে মুখে।
এ বড় বিষম শেল ফুটিয়াছে বুকে।।
মনের যে দুখ মোর মনেতে রহিল।
ফুটিল শ্যামের শেল বাহির নহিল।।
নিশ্চয় মরিব সখি তারে না দেখিয়া।
জ্ঞানদাস কহে শ্যাম মিলাব আনিয়া।