কাহে কানু ঘন ঘন আয়ত যায়ত
ফিরি ফিরি বয়ান নেহারি।
হাসি হাসি মুখশশী উগারে অমিয়রাশি
তোহে কিয়ে কয়ল পুছারি।।
সখি হে—কহ কিছু বচন বিশেষ।
হেন অনুমানি চিতে না জানি কাহার ভিতে
আছয়ে পিরীতি লব লেশ।।ধ্রু।।
সহজে রসিকরাজ অলখিত সব কাজ
অনুভবি ওর না পাই।
যাহার নয়নশরে জাতি কুল শীল হরে
ভাগ্যে ভাগ্যে আমরা এড়াই।।
একই নগরে বৈসে কখন এ দিগে আইসে
দেখি শুনি কাঁপয়ে পরাণ।
জ্ঞানদাস শুনি বলে তুমি কহ কোন ছলে
করিতে না পারি অনুমান।।