* * * * * *
* * * * ।।
“কাহে……… সে রহে মাথুর স্থানে
জার মূল মহিমা অপার।
সে হার পরিতে হেন ত্রিভুবনে নাহি কোন
সে হার গাথিঞা বিনোদিনি।
কারে ভেজি দিব মালা বড়ই উঠয়ে জালা
জার তলে দিবস রজনি।।
সে লতার ফুল তুলি নিতি হার গাথি ভালি
অতি প্রিয় তোমার মালতি ।
জাহারে না দেখি তিলে সতত জাহার তলে
সে মালতি-লতা রহে কতি।।
তবে সে জানব মর্ম্ম রাখিব পুরূব ধর্ম্ম
তবে কি রাধারে পড়ে মনে।
পিক মুখে শুনি তবে আমা প্রতি মন হবে”
চণ্ডীদাস ইহ রস ভাণে ।।