কি বলিব বিধাতারে এ দুখ সহায়।
গোরামুখ হেরি কেনে পরাণ না যায়।।
মলিন বদনে বসি আঁখি যুগ ঝরে।
আকাশগঙ্গার ধারা সুমেরুশিখরে।।
ক্ষণে মুখ শির ঘসে ক্ষণে উঠি ধায়।
অতি দুরবল ভূমে পড়ি মুরছায়।।
নাসায় নাহিক শ্বাস দেখি সভে কান্দে।
চৈতন্য দাসের হিয়া থির নাহি বান্ধে।।