• আইলা সকলে নন্দের মহলে
    আইলা সকলে নন্দের মহলে নন্দ আনন্দিতমন। প্রথমে পূজিল ব্রাহ্মণসকল দিলেন অনেক ধন।। সুবর্ণ রজত গাবী বৎস কত লক্ষাধিক পরিমাণ। অলঙ্কার যত দক্ষিণা সহিত ব্রাহ্মণে করয়ে দান।। নর্ত্তক গায়ক ভট্টাদি বাদক গোধনে তুষিল সভে। নানা মিষ্টঅন্ন করাই ভোজন বিদায় করিলা তবে।। কৃষ্ণ বলরাম সখাগণ বাম করিল ভোজনকেলি। নন্দ যশোমতী করিল আরতি গোপগোপীগণ মেলি।। ধন্য ব্রজ জন […] keyboard_arrow_right
  • আলো মোর গৌর কিশোর
    আলো মোর গৌর কিশোর। পুরব প্রেমরসে ভোর।। দু নয়নে আনন্দলোর। কহে পহুঁ হইয়া বিভোর।। পাওলুঁ বরজকিশোর। সব দুখ দুরে গেও মোর।। চির দিনে পায়লুঁ পরাণ। যৈছন অমিয়াসিনান।। হেরি সহচরগণ হাস। গাওই চৈতন্যদাস।। keyboard_arrow_right
  • এ ধনি এ ধনি বচন শুন
    এ ধনি এ ধনি বচন শুন। মাধব মিলয়ে বহুত পুণ।। এত পরিহার করয়ে যে। তাহারে সুন্দরি বঞ্চয়ে কে।। দোষ নাহি কছু নয়ানে চাহ। আপন সরস পরশ দেহ।। হাসিয়া সুন্দরী চাহল ফিরি। ও কর কমল ধয়ল হরি।। দুহুঁক পূরল মনের আশ। বিজন বিজই চৈতন্যদাস।। keyboard_arrow_right
  • কি বলিব বিধাতারে এ দুখ সহায়
    কি বলিব বিধাতারে এ দুখ সহায়। গোরামুখ হেরি কেনে পরাণ না যায়।। মলিন বদনে বসি আঁখি যুগ ঝরে। আকাশগঙ্গার ধারা সুমেরুশিখরে।। ক্ষণে মুখ শির ঘসে ক্ষণে উঠি ধায়। অতি দুরবল ভূমে পড়ি মুরছায়।। নাসায় নাহিক শ্বাস দেখি সভে কান্দে। চৈতন্য দাসের হিয়া থির নাহি বান্ধে।। keyboard_arrow_right
  • গৌরাঙ্গচান্দের মনে কি ভাব উঠিল
    গৌরাঙ্গচান্দের মনে কি ভাব উঠিল। পুরুবচরিত্র বুঝি মনেতে পড়িল।। গৌরীদাসমুখ হেরি উলসিত হিয়া। আনহ ছান্দন ডুরি বোলে ডাক দিয়া।। আজি শুভ দিন চল গোঠেরে যাইব। আজি হৈতে গো দোহন আরম্ভ করিব।। ধবলী সাঙলী কোথা শ্রীদাম সুদাম। দোহনের ভাণ্ড মোর হাতে দেহ রাম।। ভাবাবেশে বেয়াকুল শচীর নন্দন। নিত্যানন্দ আসি কোলে করে সেই ক্ষণ।। চৈতন্যদাসেতে বলে ছান্দনের […] keyboard_arrow_right
  • জয় জয় ব্রজেন্দ্রনন্দন
    জয় জয় ব্রজেন্দ্রনন্দন। ব্রজের জীবন প্রাণধন।।ধ্রু।। পরিবার সহ ব্রজ-বাসী। গর্ত্ত হৈতে উঠিলা হরষি।। সেইখানে লীলায় শ্রীহরি। স্থাপিলেন গোবর্দ্ধন গিরি।। নন্দ আদি যত গোপগণে। আশীর্ব্বাদ করে কায়মনে।। কেহো কেহো করে আলিঙ্গন। স্বর্গে স্তুতি করে দেবগণ।। যশোদা রোহিণী হর্ষ পাঞা। চাঁদ-মুখ চু্ম্বয়ে চাপিয়া।। আনন্দেতে নাচে বিদ্যাধরী। পুষ্প বর্ষে অপ্সরা কিন্নরী।। দেবরাজ পাঞা পরাভব। কর যুড়ি করে নানা […] keyboard_arrow_right
  • ডাকিয়া তখন নিজ প্রজাগণ
    ডাকিয়া তখন নিজ প্রজাগণ আজ্ঞা দিল ব্রজরাজ। বস্ত্র অলঙ্কার নানা উপহার করহ গোষ্ঠের সাজ।। শুনি গোপী যত আনন্দিত-চিত যৌতুক থালীতে ভরি। নন্দের ভবনে দিলা দরশনে দিব্য বাস ভূষা পরি।। নন্দের গৃহিণী যশোদা রোহিণী অম্বা কিলিম্বাদি সঙ্গে। হরিদ্রা কুঙ্কুম গন্ধ উর্দ্ধত্তন দিলা রামকৃষ্ণঅঙ্গে।। সুবাসিত জলে ধান্য দূর্ব্বাদলে স্নান সমাপন করি। পরিয়া বসন মণি-আভরণ গোষ্ঠেতে চলিলা হরি।। […] keyboard_arrow_right
  • তবে নন্দ শীঘ্র আনাইলা দুই গাই
    তবে নন্দ শীঘ্র আনাইলা দুই গাই। ধবলী সাঙলী বৎস সহিত তথাই।। সুরভিসন্ততি সেই মহাদুগ্ধবতী। স্বর্ণযুক্ত শৃঙ্গ খুর নবীন যুবতী।। দুই গাই দুই ভাই ছান্দনে ছান্দিয়া। দোহন করিলা গাবী আনন্দিত হৈয়া।। দোঁহাকার দুগ্ধ ভাণ্ড ক্ষণেকে পূরিল। প্রথম দোহন দুগ্ধ ব্রাহ্মণেরে দিল।। চৈতন্যদাসেতে কহে গাবীর দোহন। দেখি ব্রজবাসিগণের জুড়াইল মন।। keyboard_arrow_right
  • দেখ দেখ অপরূপ গৌরাঙ্গবিলাস
    দেখ দেখ অপরূপ গৌরাঙ্গবিলাস। পুন গিরিধারণ পূরব লীলাক্রম নবদ্বীপে করিলা প্রকাশ।।ধ্রু।। শুদ্ধ ভক্তি গোবর্দ্ধন পূজা কর জগ-জন এই বিধি দিলা কলি মাঝে। শ্রবণাদি নব অঙ্গ কল্পতরুময় শৃঙ্গ পঞ্চরস ফল তাহে সাজে।। পুলকঅঙ্কুর শোভা অশ্রুজল মনোলোভা মন্দ বায়ু বেপথু সুন্দর। নিজেন্দ্রিয় উপচারে সেব সেই গিরিবরে প্রেমমণি পাবে ইষ্টবর।। দেখিয়া লোকের গতি কলিযুগ সুরপতি কোপে তনু কম্পিত […] keyboard_arrow_right
  • নন্দ আদি গোপ গোপী হইলা বিকল
    নন্দ আদি গোপ গোপী হইলা বিকল। দেখিয়া জানিলা কৃষ্ণ ইন্দ্র করে বল।। এতেক ভাবিয়া কৃষ্ণ নন্দের নন্দন। এক হস্তে তুলিয়া ধরিলা গোবর্দ্ধন।। কন্দুকের প্রায় গিরি ধরিয়া কৌতুকে। সভারে ডাকেন আর জননী জনকে।। আইস আইস সভে শিশু বৎসগণ লৈয়া। এই গর্ত্তে থাক আসি নির্ভয় হইয়া।। গোপগণ বলে কৃষ্ণ শুন হে বচন। হাত হৈতে তোমার যদি পড়ে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ