আইলা সকলে নন্দের মহলে
নন্দ আনন্দিতমন।
প্রথমে পূজিল ব্রাহ্মণসকল
দিলেন অনেক ধন।।
সুবর্ণ রজত গাবী বৎস কত
লক্ষাধিক পরিমাণ।
অলঙ্কার যত দক্ষিণা সহিত
ব্রাহ্মণে করয়ে দান।।
নর্ত্তক গায়ক ভট্টাদি বাদক
গোধনে তুষিল সভে।
নানা মিষ্টঅন্ন করাই ভোজন
বিদায় করিলা তবে।।
কৃষ্ণ বলরাম সখাগণ বাম
করিল ভোজনকেলি।
নন্দ যশোমতী করিল আরতি
গোপগোপীগণ মেলি।।
ধন্য ব্রজ জন ধন্য সে ব্রাহ্মণ
ধন্য সে গোকুলপুর।
ধন্য গাবীগণ যমুনা-পুলিন
এ দাস চৈতন্য ফুর।।