আইলায় না, আইলায় না বন্ধু রে। ধু
নিন্দ হইল বৈরী, এগো একেলা মন্দিরে ঝুরি আমি নারী অভাগিনী রে।
আর এক পর রাত্রি যাইতে বন্ধু রে, আইলাম তোর বাসরে,
এগো, সুস্বামী ভাড়িয়া আইলাম বালক দিয়া কোলে রে।।
আর দুই প’র রাত্রি যায় বন্ধু রে, ফুটে চাম্পা নাগেশ্বর,
এগো, কেওয়া না কেতকী ফুলে সাজাইলাম বাসর রে
আর তৃতীয়া প’র নিশি যাইতে বন্ধু রে, কোকিলায় কাড়ে রাও,
এগো, উঠ-উঠ প্রাণের বন্ধু; কত নিদ্রা যাও রে
আর রাত্রি না পোসাইয়া যাইতে বন্ধু রে, পূবে উদয় ধলা
এগো, রাধিকার অঞ্চল ছাড়ি কানু জলে করে খেলা রে
আর রাত্রি না পোসাইয়া যাইতে বন্ধু রে, পূবে উদয় ভানু
এগো, রাধিকার অঞ্চল ধরি বিদায় মাঙ্গইন কানু রে
আর অধম ফাজিলে কহে বন্ধু রে, নদীয়ার কূলে বইয়া,
এগো, পারইমু পারইমু করি আমার দিন তো যায় গইয়া রে।