গৌরাঙ্গচান্দের মনে কি ভাব উঠিল।
পুরুবচরিত্র বুঝি মনেতে পড়িল।।
গৌরীদাসমুখ হেরি উলসিত হিয়া।
আনহ ছান্দন ডুরি বোলে ডাক দিয়া।।
আজি শুভ দিন চল গোঠেরে যাইব।
আজি হৈতে গো দোহন আরম্ভ করিব।।
ধবলী সাঙলী কোথা শ্রীদাম সুদাম।
দোহনের ভাণ্ড মোর হাতে দেহ রাম।।
ভাবাবেশে বেয়াকুল শচীর নন্দন।
নিত্যানন্দ আসি কোলে করে সেই ক্ষণ।।
চৈতন্যদাসেতে বলে ছান্দনের দড়ি।
হারাইল গৌরীদাস গোপী কৈল চুরি।।