তবে নন্দ শীঘ্র আনাইলা দুই গাই।
ধবলী সাঙলী বৎস সহিত তথাই।।
সুরভিসন্ততি সেই মহাদুগ্ধবতী।
স্বর্ণযুক্ত শৃঙ্গ খুর নবীন যুবতী।।
দুই গাই দুই ভাই ছান্দনে ছান্দিয়া।
দোহন করিলা গাবী আনন্দিত হৈয়া।।
দোঁহাকার দুগ্ধ ভাণ্ড ক্ষণেকে পূরিল।
প্রথম দোহন দুগ্ধ ব্রাহ্মণেরে দিল।।
চৈতন্যদাসেতে কহে গাবীর দোহন।
দেখি ব্রজবাসিগণের জুড়াইল মন।।