জয় জয় ব্রজেন্দ্রনন্দন।
ব্রজের জীবন প্রাণধন।।ধ্রু।।
পরিবার সহ ব্রজ-বাসী।
গর্ত্ত হৈতে উঠিলা হরষি।।
সেইখানে লীলায় শ্রীহরি।
স্থাপিলেন গোবর্দ্ধন গিরি।।
নন্দ আদি যত গোপগণে।
আশীর্ব্বাদ করে কায়মনে।।
কেহো কেহো করে আলিঙ্গন।
স্বর্গে স্তুতি করে দেবগণ।।
যশোদা রোহিণী হর্ষ পাঞা।
চাঁদ-মুখ চু্ম্বয়ে চাপিয়া।।
আনন্দেতে নাচে বিদ্যাধরী।
পুষ্প বর্ষে অপ্সরা কিন্নরী।।
দেবরাজ পাঞা পরাভব।
কর যুড়ি করে নানা স্তব।।
নিজ অপরাধ ক্ষেমাইয়া।
গেলা আপনার গণ লৈয়া।।
চৈতন্যদাসেতে ইহা গায়।
যুগে যুগে ভক্তের সহায়।।