জনমে জনমে হাম তুয়া আরাধন বিনু
আর নাহিক অভিলাষে।
তুহুঁ মনে জানহ হাম তুয়া কিঙ্কর
তবহুঁ না মুঞ্চহে রোষে।।
মানিনি যামিনী ভেল অবসাদে।
তুয়া পদকমল বিমল বরদাতা
কি দেখি না হয়ে পরসাদে।।
রূপগুণ তুয়া বিহি নিরমাওল
আন কি কহব তুয়া আগে।
নয়নক লোর থোর না হেরসি
এ মোহে কমন অভাগে।।
অনুনয় করইতে শ্রবণে না শুনসি
লগইতে লাগু তরাস।
জ্ঞানদাস কহ কৈছে বিছুরহ
পূরব পিরীতি রস আশ।।