“জপিতে তোমার নাম বংশীধারী অনুপাম
তোমার বরণের পরি বাস ।
তুয়া প্রেম সাধি গোরী আইনু গোকুলপুরী
বরজমণ্ডলে পরকাশ।।
ধনি, তোমার মহিমা জানে কে ।
অবিরাম যুগ শত গুণ গাই অবিরত
গাইয়া করিতে নারি শেষ।।
গঞ্জন-বচন তোর শুনি সুখে নাহি ওর
সুধাময় লাগয়ে মরমে ।
তরল কমলআঁখি তেরছ নয়নে দেখি
বিকাইনু জনমে জনমে।।
তোমা বিনু যেবা যত পীরিতি করিনু কত
সে পীরিতে না পূরল আশ।
তোমার পীরিতি বিনু স্বতন্ত্র না হইল তনু”
অনুভবে কহে চণ্ডীদাস।।