দেখ দেখ অপরূপ গৌরাঙ্গবিলাস।
পুন গিরিধারণ পূরব লীলাক্রম
নবদ্বীপে করিলা প্রকাশ।।ধ্রু।।
শুদ্ধ ভক্তি গোবর্দ্ধন পূজা কর জগ-জন
এই বিধি দিলা কলি মাঝে।
শ্রবণাদি নব অঙ্গ কল্পতরুময় শৃঙ্গ
পঞ্চরস ফল তাহে সাজে।।
পুলকঅঙ্কুর শোভা অশ্রুজল মনোলোভা
মন্দ বায়ু বেপথু সুন্দর।
নিজেন্দ্রিয় উপচারে সেব সেই গিরিবরে
প্রেমমণি পাবে ইষ্টবর।।
দেখিয়া লোকের গতি কলিযুগ সুরপতি
কোপে তনু কম্পিত হইল।
অধরম ঐরাবতে কুমতি ইন্দ্রাণী সাথে
সসৈন্যেতে সাজিয়া আইল।।
কালমেঘ বরিষণে ক্রোধবজ্র নিক্ষেপণে
লোকের হইল বড় ডর।
লোভ মোহ শিলাঘাতে মাৎসর্য্যাদি খরবাতে
ধৈর্য্যধর্ম্ম উড়ে নিরন্তর।।
জানিয়া জীবের ভয় শ্রীগৌরাঙ্গ দয়াময়
উপায় চিন্তিলা মনে মনে।
ভক্তভাব সারোদ্ধার নিজে করি অঙ্গীকার
ভক্তিগিরি করিলা ধারণে।।
তাহার আশ্রয়ে লোক পাসরিল দুঃখ শোক
কলিভয় খণ্ডিল সকলে।
তবে কলিদেবরাজ পাঞা পরাভবলাজ
স্তুতি করে চরণকমলে।।
অপরাধ ক্ষমাইয়া কহে কিছু দীন হৈয়া
যত জীব প্রভুর আশ্রয়।
যেবা তব গুণ গায় তাহে মোর নাহি দায়
এই সত্য করিল নিশ্চয়।।
প্রভু তারে দয়া কৈল ধন্য কলি নাম থুইল
অদ্যাপিহ ঘোষয়ে সংসার।
চৈতন্যদাসেতে বলে গোবর্দ্ধন লীলা ছলে
যুগে যুগে জীবের উদ্ধার।।