দোহঁ কুঞ্জভবনে।
রাধা বিলসই শ্যামবন্ধুর সনে।।
বৃন্দার বাঞ্ছিত স্থান রত্ন সিংহাসনে।
রাই কানু দোঁহ তনু আনন্দ মগনে।।
ললিতা বিশাখা আদি যত সখিগণে।
তার আজ্ঞায় সেবা চামর ব্যজনে
ধিক ধিক রহু (মোর) এ ছার জীবনে।
এমন হইব দশা দেখিব নয়ানে।।
নরোত্তম দাস সদা কান্দে রাত্রিদিনে।
কৃপা করি কর দয়া মঞ্জরীর গণে।।