এ ধনি এ ধনি বচন শুন।
মাধব মিলয়ে বহুত পুণ।।
এত পরিহার করয়ে যে।
তাহারে সুন্দরি বঞ্চয়ে কে।।
দোষ নাহি কছু নয়ানে চাহ।
আপন সরস পরশ দেহ।।
হাসিয়া সুন্দরী চাহল ফিরি।
ও কর কমল ধয়ল হরি।।
দুহুঁক পূরল মনের আশ।
বিজন বিজই চৈতন্যদাস।।